Headlines
Loading...
নোয়াখালীতে যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা, কিশোর আটক

নোয়াখালীতে যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা, কিশোর আটক

 নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে (১৬) আটক করা হয়েছে। শিশুদের মা বাদী হয়ে গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।




কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, নির্যাতনের শিকার শিশু দুটির ডাক্তারি পরীক্ষা আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ২৩ ও ২৫ মার্চ দুই বোন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পরিবারের। প্রাথমিক অভিযোগ পাওয়ার পর ৩০ মার্চ অভিযুক্ত কিশোরকে আটক করে তারা। পরে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শিশু দুটির মা ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে ওই মামলায় আটক দেখানো হয়।

নোয়াখালী কোট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই বোনকে ধর্ষণের মামলায় আটক কিশোরকে আদালত কারাগারে পাঠান। কারাগারে কিশোর অপরাধীদের সাময়িকভাবে রাখার জন্য একটি কক্ষ রয়েছে। সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানো হয়ে থাকে।

0 Comments: