
১২ ফরাসি কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা আলজেরিয়ার, ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
১২ ফরাসি কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আলজেরিয়া। এসময় ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে তাদের।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফ্রান্সে তিন আলজেরিয়ান নাগরিককে গ্রেফতারের জেরেই এ সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৬ সাল থেকে ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসেবে বাস করছিলেন আলজেরীয় সরকারের কড়া সমালোচক আমির বুকোরস। ২০২৩ সালে তাকে দেশটি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় সম্প্রতি আলজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার করে ফরাসি পুলিশ। যাতে উত্তেজনা ছড়ায় দেশ দু’টির মধ্যে।
/এএইচএম
0 Comments: